• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের ফাইভজি গ্রহণে ইতালির আপত্তি নেই

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৭

হুয়াওয়ে
হুয়াওয়ের ফাইভজি প্রযুক্তি (ছবি: সংগৃহীত)

হুয়াওয়ের ফাইভজি প্রযুক্তি গ্রহণ করতে ইতালির কোনো আপত্তি নেই বলে রয়টার্স-এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

ইতালির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় (এমআইএসই) জানিয়েছে, যেহেতু হুয়াওয়ে এবং জেডটিইর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায় এমন কোন প্রমাণ নেই, সেহেতু

দেশটির ফাইভজি প্রযুক্তি স্থাপনে অংশ নেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞার কথা তারা ভাবছে না।

রয়টার্স এমআইএসই ইতালীয় সংবাদপত্র লা স্ট্যাম্পার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলেছে, সরকার তাদের ‘গোল্ডেন পাওয়ার’ আইন ব্যবহার করে প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য প্রস্তুত ছিল।

তবে এই প্রতিষ্ঠানগুলো চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করছে- যুক্তরাষ্ট্রের এই অভিযোগের প্রেক্ষিতে ইতালিও যেনো তাদের নিষিদ্ধ করে এমন প্রস্তাবে চাপের মুখে পড়ে ইতালি। কিন্তু

হুয়াওয়ের বিরুদ্ধে তথ্য পাচারের কোনো প্রমাণ না পাওয়ায় ইতালির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি অস্বীকার করে।

তারা আরও জানায়, ‘ইতালি থেকে ফাইভজি প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রে হুয়াওয়ে ও জেডটিই কোম্পানির নিষেধাজ্ঞার বিষয়টি সত্য নয় এবং এ বিষয়ে ইতালির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় কোনো উদ্যোগ গ্রহণের ইঙ্গিত দেয়নি।’

জাতীয় নিরাপত্তায় তাদের বিশেষ অগ্রাধিকার রয়েছে উল্লেখ করে ইতালির মন্ত্রণালয় বলেন, এ ক্ষেত্রে কোনো সমস্যা উদ্ভূত হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড