• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানুষ ঘন ঘন স্মার্টফোন বদলায় কেনো?

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮

স্মার্টফোন
ঘন ঘন স্মার্টফোন বদলায় মানুষ (ছবি: সংগৃহীত)

প্রতিনিয়তই বাজারে নতুন মডেল ও ফিচারের ফোন আসার ফলে অনেকেই ঘন ঘন বদলাতে থাকেন স্মার্টফোন। অনেকে আবার নিত্যনতুন ফোন বদল করা একটি ট্রেন্ড মনে করেন।

সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটি ব্যবহারকারীরা গড়ে একটি ফোন কত দিন ব্যবহার করেন তা নিয়ে একটি জরিপ চালিয়েছে।

জরিপে দেখা গেছে, জরিপে গড়ে ৩৪ শতাংশ অংশগ্রহণকারী একটি ফোন ২ বছরের বেশি সময় ধরে ব্যবহার করেন। আর ৩৩ শতাংশ এক থেকে দুই বছরের তাদের মধ্যে ফোন বদলান। অন্যদিকে ১৭ শতাংশ পুরানো ফোন ভেঙে গেলে তবেই নতুন ফোন কেনেন। আর মাত্র ৯ শতাংশ একটি ফোন ৬ মাসে থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করেন।

তবে কিসের ভিত্তিতে ব্যবহারকারীরা ফোন পাল্টিয়ে থাকেন, সে সম্পর্কে অনেকেই জানিয়েছেন, যতদিন মেজর আপডেটগুলো পাওয়া যাচ্ছে ততদিন তারা নতুন ফোন কিনবেন না। আর অনেকে ফোন ব্যবহার করে সন্তুষ্ট হলে নতুন একটি ফোন কেনার প্রয়োজনীয়তা বোধ করেন না।

আবার অনেকে জানিয়েছেন, এখন খুব দ্রুত ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের নতুন সংস্করণ চলে আসে। ফলে অনেকে এক বছরের মধ্যেই ফোন বদলে থাকেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড