• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেমিং সার্ভিসে সাবস্ক্রিপশন সেবা আনছে অ্যাপল

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫

অ্যাপল
অ্যাপলের গেমিং সাবস্ক্রিপশন

নেটফ্লিক্স, অ্যামাজনের সঙ্গে উঠতে না পেরে নতুন একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মার্কিন জায়ান্ট অ্যাপল। তারা সবার সামনে তাদের গেমিং সার্ভিসের একটি সাবস্ক্রিপশন নির্ভর সেবা নিয়ে হাজির হচ্ছে।

পরিকল্পনাটি বাস্তবায়নে ইতিমধ্যে প্লাটফর্মটি কোন ধরনের গেম ডেভেলপ করবে এবং সেটার সাবস্ক্রিপশন চার্জ কত হবে সেসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে। প্রযুক্তি জায়ান্টটি এটাকেই সবচেয়ে কঠিন ধাপ হিসেবেও বর্ণনা করেছে।

আইফোন তৈরির প্রতিষ্ঠানটি ২০১৮ সালের মাঝামাঝি সময়ে কিছু গেম ডেভেলপারদের সঙ্গে এমন কথা শেয়ার করে।

গণমাধ্যমের এক প্রতিবেদনে জানায়, অ্যাপল এই কাজে ডেভেলপারদের পার্টনার হিসেবে নিতেও আগ্রহী। অন্যদিকে অ্যাপল গেম তৈরি, তার বিপণন এবং এ সম্পর্কিত যে ব্যয় সেটি নিজেরাই করবে বলে জানা গেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সের আদলে ভিডিও স্ট্রিমিং সার্ভিসে কিছু শো তৈরির কাজ করেছে।

মোবাইল গেমিং এবং ই-স্পোর্টসের বাজার ২০২১ সালের মধ্যে হবে ১০০ বিলিয়ন হবে বলে জানা গেছে। আর এই সময়ের মধ্যে আইফোনের বিক্রিও কম হচ্ছে। এজন্য তারা তাদেরমুনাফা বৃদ্ধি অব্যাহত রাখতে সাবস্ক্রিপশন সার্ভিসে নজর দিচ্ছে। তারা মনে করছে, সেটা অ্যাপ স্টোরে গেম দিয়েই হতে পারে।

অ্যাপল অ্যাপ স্টোর থেকে আগের চেয়ে বেশি পরিমাণ অ্যাপ ফ্রি করে দিয়েছে। ফলে এই খাত থেকে তাদের আয় আগের চেয়ে কিছুটা কমে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড