• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেব্রুয়ারিতেই আসছে সনির এক্সজেড৪ ফোন

  অধিকার ডেস্ক    ৩১ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

সনি
সনির নতুন এক্সজেড৪ ফোন (ছবি: সংগৃহীত)

জাপানিজ ব্লগ সুমাহো ইনফোতে এবার সনির পরবর্তী ফ্ল্যাগশিপ এক্সজেড৪ ফোনের স্পেসিফিকেশনসহ তথ্য ফাঁস হয়েছে।

জানা গেছে, এই এক্সজেড৪ ফোনে থাকছে ২১:৯ অনুপাতবিশিষ্ট ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের রেজুলেশন হবে ১৪৪০*৩৩৬০ পিক্সেল। ফোনটি এইচডিআর কনটেন্ট সাপোর্ট করবে এবং ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গোরিলা গ্লাস ৫ থাকছে। ফোনটির পুরুত্ব হবে ৯ মিলিমিটার।

এক্সজেড৪ এর পেছনে তিনটি সেন্সর থাকছে যেখানে এফ/১.৬ অ্যাপার্চারসহ ৫২ মেগাপিক্সেল সেন্সর ও এফ/২.৬ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। তৃতীয় ক্যামেরায় টাইম অব ফ্লাইট সেন্সর থাকছে এবং ক্যামেরাটিতে থাকবে দশমিক ৩ মেগাপিক্সেল। এই ক্যামেরার প্রধান কাজ হলো অটো ফোকাসিং সক্ষমতা বৃদ্ধি করা। যার সামনে থাকবে একটি সেলফি ক্যামেরা। তবে এর রেজুলেশন কত হবে তা জানা যায়নি।

ফোনটিতে আরও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। যেখানে র‍্যাম থাকবে ৬ জিবি ও রম থাকবে ১২৮ জিবি। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৯ পাই ফোনটির অপারেটিং সিস্টেমে থাকবে। তবে ফোনটিতে কোনো হেডফোন জ্যাক থাকবে না।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৪০০ এমএএইচ ব্যাটারি। ডিপ পার্পেল, ব্ল্যাক, ব্লু ও সিলভার রঙে ফোনটি আসতে পারে।

ফোনটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে আগামী মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। ডিভাইসটির দাম হাজার ডলারের আশেপাশে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড