• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বজুড়ে অ্যাপলের সকল স্টোর বন্ধ ঘোষণা

  প্রযুক্তি ডেস্ক

১৬ মার্চ ২০২০, ১০:২৩
বন্ধ অ্যাপল স্টোর
বন্ধ অ্যাপল স্টোর (ছবি : ইন্টারনেট)

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সাময়িকভাবে অ্যাপল তাদের সকল স্টোর আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি ৪২টি স্টোর বন্ধ করে। তবে গত সপ্তাহ থেকে বন্ধ স্টোরগুলো খুলতে শুরু করেছিল।

অ্যাপলের সবচেয়ে বড় বাজার চীন। তাই গত মাসে চীনে বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় চলতি প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ বলেও জানিয়েছে অ্যাপল।

অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, জনসমাগম কমানোই হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাসে কার্যকর উপায়। আর তাই কর্মী ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে অ্যাপল সাময়িকভাবে সকল স্টোর বন্ধ ঘোষণা করেছে। তবে অনলাইন স্টোর খোলা থাকবে অ্যাপলের। আর চীনের বাইরের কর্মীরা সম্ভব হলে বাড়ি থেকে কাজ করবেন।

আরও পড়ুন : ফেসবুকেও চাই করোনা সুরক্ষা

ইতোমধ্যে নভেল করোনা ভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহামারি রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত বিশ্বে প্রায় ৬ হাজার ৫১৬ জনের প্রাণ গেছে এ ভাইরাসের কারণে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

ওডি/এওয়াইআর