• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিকাংশ স্যামসাং ডিভাইসে পৌঁছে গেছে নেটফ্লিক্স সার্টিফিকেশন

  প্রযুক্তি ডেস্ক

০৯ মার্চ ২০২০, ১৩:২৭
স্যামসাং ও নেটফ্লিক্স
স্যামসাং ও নেটফ্লিক্স (ছবি : ইন্টারনেট)

স্যামসাংয়ের অধিকাংশ ডিভাইসেই নেটফ্লিক্স ‘এইচডিআর১০’ সার্টিফিকেশন পৌঁছে গেছে। নেটফ্লিক্সের মানদণ্ড অনুযায়ী উচ্চমানের ভিডিও উপযোগী গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন ও ট্যাবগুলোকে সার্টিফিকেশন তালিকায় রাখা হয়েছে। এছাড়াও কিছু ডিভাইসকে দেওয়া হয়েছে।

এইচডিআর-এর উন্নত বা সর্বশেষ সংস্করণ হচ্ছে ‘এইচডিআর১০’। এ প্রযুক্তিতে কনটেস্ট, ব্রাইটনেস, কালার আরও উন্নত ও ভারসাম্যপূর্ণ হওয়ায় ভিডিও চিত্র বেশ উপভোগ্য হয়ে ওঠে।

‘এইচডিআর১০’ সার্টিফিকেশন প্রাপ্ত স্মার্টফোনগুলো হচ্ছে- গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০+, গ্যালাক্সি এস২০ আলট্রা, গ্যালাক্সি এস২০+ ৫জি, গ্যালাক্সি এস২০ আলট্রা ৫জি, গ্যালাক্সি এস২০ আলট্রা ৫জি, গ্যালাক্সি এস১০ লাইট, গ্যালাক্সি নোট ১০+, গ্যালাক্সি এস১০ ৫জি, গ্যালাক্সি ফোল্ড এবং গ্যালাক্সি ফোল্ড ৫জি।

‘এইচডি’ সার্টিফিকেশন প্রাপ্ত স্মার্টফোনগুলো হচ্ছে- গ্যালাক্সি এ৯, গ্যালাক্সি এম১০এস, গ্যালাক্সি এ১০ই, গ্যালাক্সি এ৬০, গ্যালাক্সি এ৭০, গ্যালাক্সি এ৮০, গ্যালাক্সি এম৪০, গ্যালাক্সি এ৩০এস, গ্যালাক্সি এ৫০এস, গ্যালাক্সি এ৭০এস, গ্যালাক্সি এম৩০এস, গ্যালাক্সি এ৫১, গ্যালাক্সি এ৭১, গ্যালাক্সি এম২১, গ্যালাক্সি এম৩১, গ্যালাক্সি নোট ১০ লাইট, গ্যালাক্সি এক্স কভার ৪এস এবং গ্যালাক্সি এক্স কভার প্রো।

আরও পড়ুন : ফোনকে জীবাণুমুক্ত রাখার উপায়

আর ‘এইচডি’ সার্টিফিকেশন প্রাপ্ত ট্যাবগুলো হচ্ছে- গ্যালাক্সি ট্যাব এ, গ্যালাক্সি ট্যাব এ ৮.০, গ্যালাক্সি ট্যাব এ উইথ এস পেন, গ্যালাক্সি ট্যাব একটিভ প্রো, গ্যালাক্সি ট্যাব এস৫ই এবং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড