• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার কৃত্রিম গর্ভাশয় তৈরিতে সফল হয়েছেন বিজ্ঞানীরা

  অধিকার ডেস্ক    ০২ এপ্রিল ২০১৯, ১৩:১২

কৃত্রিম গর্ভাশয়

প্রথমবারের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরিতে বিজ্ঞানীরা সফল হয়েছেন। জাপানের বিজ্ঞানীরা এ গর্ভাশয়ে অপরিণত ভেড়ার ভ্রূণ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন।

তাদের প্রত্যাশা, এই কৃত্রিম গর্ভাশয় ভবিষ্যতে অপরিণত মানবভ্রূণ বাঁচাতেও কাজে লাগানো যাবে।

কৃত্রিম প্লাসেন্টা বা গর্ভফুল প্রযুক্তি ব্যবহার করে এ গর্ভাশয় তৈরি করা হয়েছে। এর আগে এই প্রযুক্তি কেবল পরিণত ভ্রূণের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব ছিল। ভারতীয় গণমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘আমেরিকান জার্নাল অব অবসট্রেটরিকস অ্যান্ড গাইনোকলজি’ সাময়িকীতে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে।

এর আগে অপরিণত ভ্রূণ এই গর্ভাশয়ে টেকানোর প্রমাণযুক্ত কোনো তথ্য ছিল না। এই প্রযুক্তির লক্ষ্য ছিল চিকিৎসাক্ষেত্রে প্রয়োগের জন্য একে প্রস্তুত করা।

কৃত্রিম গর্ভাশয়টি লাইফ সাপোর্ট সিস্টেমে ৬০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত ভেড়ার ভ্রূণ ধরে রাখতে পারে, যা মানবভ্রূণের ক্ষেত্রে ২৪ সপ্তাহ পর্যন্ত ধরা যেতে পারে বলে নতুন গবেষণায় দেখা গেছে।

গবেষণা সম্পর্কে জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ম্যাট কেম্প বলেন, কয়েক দশক ধরে অপরিণত শিশু জন্মের ক্ষেত্রে উন্নতি ছিল সামান্যই। এখন ওই প্রযুক্তি কাজ করার বিষয়টির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, অপরিণত শিশুর চিকিৎসার ক্ষেত্রে যাতে যুগান্তকারী পরিবর্তন আসে, সেজন্যই নতুন এ প্রযুক্তি তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো প্রাকৃতিক গর্ভাশয়ের সঙ্গে বাইরে দুনিয়ার একটি সেতু তৈরি করা, যাতে অপরিণত শিশুর ফুসফুস পরিণত হওয়ার বাড়তি সময় পায়।

ভিডিওতে দেখুন কীভাবে গর্ভাশয়ে অপরিণত ভেড়ার ভ্রূণ বাঁচিয়ে রাখা হয়েছে

সূত্র: ইউটিউব

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড