• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিনিয়াস ল্যাবসে বাবা-ছেলের চমক

  প্রযুক্তি ডেস্ক

১১ মার্চ ২০২০, ১৫:৪২
বাবা ফ্রেড হান্সটেবল ও ছেলে ব্র্যাড হান্সটেবল
বাবা ফ্রেড হান্সটেবল ও ছেলে ব্র্যাড হান্সটেবল (ছবি : সংগৃহীত)

শখের ল্যাবরেটরি লিনিয়ার ল্যাবস থেকে চমকে দেওয়া উদ্ভাবন এসেছে বলে বাবা-ছেলের দাবি। তারা বলছেন, তাদের উদ্ভাবিত মটর প্রযুক্তি বিপ্লব ঘটাবে বৈদ্যুতিক গাড়ির জগতে।

বাবা ফ্রেড হান্সটেবল ও ছেলে ব্র্যাড হান্সটেবল যুক্তরাষ্ট্রের টেক্সাসে শখের ল্যাব প্রতিষ্ঠা করেন। ছেলে একজন প্রযুক্তি উদ্যোক্তা। তার স্ট্রিমিং স্টার্টআপ ‘আসট্রিম’ ২০১৬ সালে ১৫ কোটি ডলারের বিনিময়ে আইবিএম কিনে নেয়। আর বাবা ফ্রেড পেশায় ছিলেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বৈদ্যুতিক অবকাঠামো প্রকৌশলী।

তারা দাবি করছে, তাদের উদ্ভাবিত হান্সটেবল ইলেকট্রিক টার্বাইন প্রযুক্তি মটর ৩ গুণ বেশি টর্ক, দ্বিগুণ শক্তি ও ১০ শতাংশ বেশি রেঞ্জ দিতে সক্ষম। এই দাবি সত্যি হলে বৈদ্যুতিক গাড়ির জগতে আসতে চলেছে বড় বিপ্লব।

এই প্রযুক্তিতে দরকার হবে না গিয়ারবক্স। এর ফলে বাড়ানো যাবে ব্যাটারির আকার, যা আরও বেশি রেঞ্জ দেবে। এর সঙ্গে কমে যাবে গাড়ির ওজন। এতে হ্যান্ডেলিং ও ত্বরণ বাড়বে বলেও তারা দাবি করে।

আরও পড়ুন : মঙ্গলগ্রহেও ভূমিকম্প!

এ মটরটিকে চলতি বছর স্কুটার ও ই-বাইকে ব্যবহার করা হতে পারে। যদি সাফল্য পাওয়া যায় তাহলে ২০২১ সালে মটরটি ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড