• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক ছাড়াল ট্রুকলার 

  প্রযুক্তি ডেস্ক

২৮ আগস্ট ২০১৯, ১৫:০৮
ট্রুকলার
(ছবি: সংগৃহীত)

বর্তমান সময়ে খুবই জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। স্মার্টফোন ব্যবহারকারীরা কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নিতে পারেন।

বর্তমানে পেইড সিস্টেমে অ্যাপটির ব্যবহারকারী ১০ লাখ ছাড়িয়েছে। এছাড়াও অ্যাপটির নতুন একটি ফিচারও যুক্ত করেছে বলে মঙ্গলবার (২৭ আগস্ট) ট্রুকলার জানিয়েছে।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যালেন মামেডি বলেন, প্রতিদিনই আমাদের সঙ্গে নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন। আমরা নতুন করে অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ গ্রাহকদের কাছে দিতে পেরেছি। এতে আমরা পেইড সিস্টেমে আরও বেশি ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারব।

তিনি আরও জানান, বিশ্বব্যাপী ট্রুকলারের নতুন সংস্করণ ছাড়া হয়েছে। ফলে গ্রাহকরা আরও বেশি স্প্যাম ব্লকিং ফিচার পাবেন এবং এটি আরও বেশি কার্যকর।

শুধু তাই নয়, ট্রুকলার প্রিমিয়াম গোল্ডে নতুন কিছু পরিষেবা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। যেখানে ফিচারগুলো সবসময় আপগ্রেড হবে।

অ্যাপটি প্লে স্টোর থেকে ৫০ কোটির বেশি ডাউনলোড করা হয়েছে। বর্তমানে এর মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৫ কোটির বেশি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড