• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কীভাবে নিজের ফেসবুক আইডি লুকিয়ে রাখবেন? 

  প্রযুক্তি ডেস্ক

২৮ আগস্ট ২০১৯, ১৩:৩৮
ফেসবুক
(ছবি: সংগৃহীত)

ফেসবুক ব্যবহার একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে ঠিক অভিশাপও। কেননা ফেসবুকে প্রায়শই নানা ধরনের ফেক আইডি থেকে অনেক সময় রিকোয়েস্ট আসে। ফলে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। শুধু তাই নয়, কাউকে ব্লক করে দিলেও অনেকে অপ্রয়োজনীয় আইডি থেকে ম্যাসেজ আসতে পারে।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে তাই অনেকেই ফেসবুক আইডি যেন তার বন্ধু এবং কাছের মানুষ ছাড়া আর কেউ খুঁজে না পায়, সেজন্য আইডি লুকিয়ে রাখতে চান।

আর সেই সুবিধা দিতে ফেসবুক সেই অপশনটি আপনার কাছে সেট করে রেখেছে।

ফেসবুকে এমন এক অপশন আছে, যেখানে আপনি চাইলে আপনার আইডি হাইড করে রাখতে পারবেন। নিজের অ্যাকাউন্টে এমনভাবে অপশন সেট করে রাখা যায় যাতে করে আপনার আইডিটি আপনার বন্ধুরা ছাড়া আর কেউ চাইলেও খুঁজে পাবে না। এমনকি আপনার ই-মেইল-আইডি জানলেও আইডি খুঁজে পাওয়া সম্ভব নয়। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১. প্রথমে ফেসবুক প্রোফাইল ওপেন করতে হবে। তখন আপনার ফেসবুক আইডির ডানদিকে একটি অ্যারো চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে।

২. তখন সেটিংস অপশন থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।

৩. সেখানে আপনি 'Who can contact me' অপশনটি দেখতে পারবেন। এই লেখাটির ডানদিকে এডিট অপশনটি থাকবে। এডিট অপশনে ক্লিক করুন।

৪. তখন 'Everyone, 'Friends of friends' নামের দুইটি অপশন দেখা যাবে। সেখান থেকে 'Friends of friends অপশনটি ক্লিক করুন। ফলে ফ্রেন্ড লিস্টের বন্ধুদের মধ্যে যারা শুধু মিচ্যুয়াল, তখন তারাই শুধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

৫. এ অপশনের ঠিক নিচেই আরেকটি অপশন দেখা যাবে 'Who Can Look You Up, Using the Email Address You Provided'। অপশনটির ডানদিকে এডিট অপশনে যেতে হবে। সেখানে ও friends অপশনটি ক্লিক করুন।

৬. পরে 'Who Can Look You Up Using the Phone Number You Provided' অপশনটিও একইভাবে এডিট করতে হবে।

৭. সবশেষে 'Do You Want Search Engines Outside of Facebook to Link to Your Profile' এই অপশনটি আসবে। সেখানে ক্লিক করে তা বন্ধ করে দিতে হবে।

এভাবেই আপনার ফেসবুক প্রোফাইলটি আর অচেনা কেউ কখনোই খুঁজে পাবে না।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড