• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগে ২১০ অ্যাকাউন্ট সরাল ইউটিউব

  প্রযুক্তি ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ০৯:৪২
ইউটিউব
(ছবি: সংগৃহীত)

হং কংয়ের বিক্ষোভকারীদের নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ২১০ ইউটিউব চ্যানেল সরিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

টুইটার এবং ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, চীনের ভিতরের অনেক অ্যাকাউন্ট রাষ্ট্রীয় মদদে হং কং নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তাতে হাজারের বেশি অ্যাকাউন্ট টুইটার ও ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হতে পারে।

সম্প্রতি নিজেরদের প্লাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়ায় গুগল আইনপ্রণেতাদের সমালোচনায় পড়েছে। আর আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই সমালোচনাও বাড়ছে। এজন্যই গুগল এসব পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

চলতি সপ্তাহের শুরুতে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে গুগল উদ্যোগ নিয়েছে বলে জানান গুগলের সিকিউরিটি’স থ্রেট অ্যানালাইসিস গ্রুপের সফটওয়্যার প্রকৌশল বিভাগের পরিচালক শেন হান্টলে। তিনি বলেন, এরই অংশ হিসেবেই ২১০টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। হং কংয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই চ্যানেলগুলো থেকে জোটবদ্ধ আচরণ করা হচ্ছিল।

আর নিজেদের পরিচয় গোপন করতে ভিপিএন ব্যবহার করে এসব অ্যাকাউন্টগুলো পরিচালনা করা হচ্ছিল বলে জানা গেছে। তবে ইউটিউব থেকে অ্যাকাউন্ট সরালেও গুগল কর্তৃপক্ষ চীনকে এর জন্য দায়ী করেনি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড