• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যালেক্সা ও সিরিকে হারিয়ে শীর্ষস্থানে গুগল অ্যাসিস্ট্যান্ট

  প্রযুক্তি ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ১৫:৪২
গুগল অ্যাসিস্ট্যান্ট
(ছবি: সংগৃহীত)

অ্যাপলের সিরি এবং অ্যামাজনের অ্যালেক্সাকে হারিয়ে দক্ষতার দিক থেকে প্রথম স্থান দখল করেছে গুগল অ্যাসিস্ট্যান্ট।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লুপ ভেঞ্চারস ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো কত শতাংশ নির্দেশনা বুঝতে পারে এবং সঠিক উত্তর দেয় তা জানতে সম্প্রতি এক জরিপ চালিয়েছে।

জরিপে আলাদা আলাদা করে গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি ও অ্যালেক্সাকে ৮০০ প্রশ্ন করা হয়। এর মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট ১০০ শতাংশ, সিরি ৯৯ দশমিক ৮ শতাংশ ও অ্যালেক্সা ৯৯ দশমিক ৯ শতাংশ নির্দেশনা বুঝতে পেরেছে।

শুধু তাই নয়, সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রেও গুগল শীর্ষে। ভয়সে অ্যাসিটেন্টগুলোর মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট ৯২ দশমিক ৯ শতাংশ, সিরি ৮৩ দশমিক ১ শতাংশ উত্তর ও অ্যালেক্সা ৭৯ দশমিক ৮ শতাংশ সঠিক উত্তর দিয়েছে।

লুপ ভেঞ্চারস গত ডিসেম্বরেও একটি জরিপ চালিয়েছিল। সে জরিপে গুগল অ্যাসিস্ট্যান্ট ৮৬ শতাংশ, সিরি ৯৭ শতাংশ ও অ্যালেক্সা ৬১ শতাংশ সঠিক উত্তর দিয়েছিল।

তবে এবারের জরিপে লুপ ভেঞ্চারস মাইক্রোসফটের কর্টানাকে যুক্ত করেনি। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা চলতি জানুয়ারিতে জানান, কর্টানা কোনোভাবেই অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের প্রতিদ্বন্দ্বী নয়। কর্টানাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবারদের কাজে আসে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড