• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্রুপ চ্যাট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ১৭:১৯
ফেসবুক
(ছবি: সংগৃহীত)

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে গ্রুপ চ্যাটের সেবাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

শনিবার (১৭ আগস্ট) Community Leadership Circles from Facebook (কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক)-এ প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়, আগামী ২২ আগস্ট থেকে গ্রুপ চ্যাটের এই ফিচার বন্ধ করে দেওয়া হবে। ফলে তখন থেকে শুধু গ্রুপের পূর্বের চ্যাটগুলো পড়া যাবে।

সেখানে আরও জানানো হয়, বর্তমানে ফেসবুকের যে কাঠামো তৈরি করা হয়েছে, তার সাথে গ্রুপ চ্যাট ফিচারটি যায় না। এজন্যই তারা এই সুবিধাটি বন্ধ করে দিতে যাচ্ছে। একই সঙ্গে ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দিতেও বদ্ধ পরিকর।

তবে ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। এখন পর্যন্ত এই সেবার ধরনটি কী হতে পারে, তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কিছুই জানায় নি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড