• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপন গ্রুপের ওপরও কঠোর নজরদারি চালাবে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, ১৩:২২
ফেসবুক
(ছবি: সংগৃহীত)

অনেকেই ফেসবুকে বিভিন্ন গোপন গ্রুপ খুলে সেখানে ব্যক্তিগত অনেক তথ্য আদান প্রদান করেন। আর ফেসবুক এসব ক্লোজড গ্রুপের কার্যকলাপ জানতে এতদিন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে এবার তারা এই গ্রুপগুলোতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) টম এলিসন বুধবার এক বার্তার মাধ্যমে জানিয়েছেন, ফেসবুক কর্তৃপক্ষ এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছে যার মাধ্যমে প্রাইভেট গ্রুপের তথ্যও ফেসবুক জেনে যাবে। ফলে এখন থেকে ফেসবুক ব্যবহারকারীর গোপন বা বিশেষ গ্রপেও ফেসবুকের নজরদারিতে থাকবে।

তিনি আরও লিখেছেন, ‘গোপন গ্রুপ থাকা মানে এই নয় যে তা পরীক্ষার বাইরে থাকবে।’

জানা গেছে, ফেসবুক স্বপ্রণোদিত কিছু শনাক্তকরণ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে গোপন গ্রুপের কনটেন্ট বিষয়ে তারা আপত্তি বা অনাপত্তি জানাবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর প্রচার ও নিয়ম ভঙ্গ বিষয়েও গ্রুপগুলোকে আরও জানানোর কাজ করতে নতুন নতুন টুলস গড়ে তোলা হয়েছে।

তারা বলছে, ফেসবুকের যেমন গ্রুপের প্রয়োজন রয়েছে, আবার গ্রুপের সদস্যদের এটাও জানা দরকার যে, ফেসবুক সব দেখছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড