• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০০ কোটি ডাউনলোডের মাইলফলক স্পর্শ করল ‘এমএস ওয়ার্ড’ 

  প্রযুক্তি ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ১১:৩২
মাইক্রোসফট ওয়ার্ড

১০০ কোটি ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যান্ড্রয়েড অ্যাপ ‘এমএস ওয়ার্ড’। ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ কৌশলটি এবার মাইক্রোসফটের কাজে লেগেছে। ডাউনলোডের দিক থেকে মাইক্রোসফট অফিসের সবগুলো অ্যাপের মধ্যে ‘এমএস ওয়ার্ড’ অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। গত বছরের মে মাসে এটি অর্ধকোটি ডাউনলোড করা হয়েছিল।

বর্তমানে ২০০ কোটি অ্যান্ড্রয়েডের মধ্যে অর্ধেকের ফোনেই ওয়ার্ড অ্যাপটি ব্যবহৃত হচ্ছে। আর বর্তমানে ১৫০ কোটি উইন্ডোজচালিত যন্ত্র ব্যবহার করা হয়। এসব ডিভাইসেও মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারটি সবচেয়ে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে, শিগগিরই অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড ডেস্কটপ সংস্করণকে ছাড়িয়ে যাবে।

মূলত এই সাফল্যের পেছনে রয়েছে মাইক্রোসফটের স্যামসাংসহ কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনে ওয়ার্ড অ্যাপ প্রিইনস্টল করার চুক্তি। অ্যাপটি অ্যান্ড্রয়েড স্টোরে ৫ এর মধ্যে সাড়ে চার রেটিং পেয়েছে। আর ৩৫ লাখ ব্যবহারকারী একে প্রয়োজনীয় অ্যাপ বলে রেটিং দিয়েছেন।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড