• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ছবি এডিটের ফিচার

  প্রযুক্তি ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৫:২৩
হোয়াটসঅ্যাপ
(ছবি: প্রতীকী)

দিন দিন ব্যবহারকারীদের সুবিধা আনতে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোতে অভিনব সব ফিচার যুক্ত হচ্ছে। এবার তাই হোয়াটসঅ্যাপও ব্যবহারকারীদের জন্য 'কুইক এডিট মিডিয়া শর্টকাট' নামের এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে।

হোয়াটসঅ্যাপ টিপস্টার ডব্লুএ বেটা ইনফোর রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের ছবি খুব তাড়াতাড়ি এডিট করতে পারবেন। ছবি এডিট করতে হলে তখন আলাদা করে হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যাটাচ করতে হবে না। এখানেই ছবি এডিট করার আলাদা অপশন থাকবে।

তবে এখন পর্যন্ত আপটিতে এই ফিচার যুক্ত হয়নি। এই ফিচার ঠিক কবে যুক্ত হবে, সে সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ চ্যাটে ছবি এলে বা পাঠানোর থাকলে তা দ্রুত এডিট করা যাবে। ফলে ব্যবহারকারীদের অনেক সময় সাশ্রয় হবে। তখন নতুন করে ছবি এডিট করার জন্য কোনও নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে না।

অ্যানন্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্যই এই এডিট অপশন ব্যবহার করা যাবে। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি চ্যাটে পিকচার এডিট অপশন দেওয়া হবে।

নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপ চ্যাটের ডানদিকে যে তিনটি ডট থাকে, সেখানে ক্লিক করলে পাওয়া যাবে। আর সেখানে গিয়ে এডিট অপশনে যেতে হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড