• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াটসঅ্যাপ থেকে এবার স্টোরি শেয়ার করুন ফেসবুকে

  প্রযুক্তি ডেস্ক

২৭ জুন ২০১৯, ১৫:৪২
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ এবার নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে। নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে ফেসবুক স্টোরি শেয়ার করা যাবে।

দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করেছিল। অ্যাপটির বিটা গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

তবে এই ফিচার ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামুলক নয়। ফিচারটি ডেটা শেয়ারিং এপিআইর মাধ্যমে কাজ করবে।

দ্য ভার্জের প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে- ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা টেস্টিংয়ের জন্য এই ফিচার রিলিজ করেছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের নিচেই ‘শেয়ার টু ফেসবুক স্টোরি' বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে ফেসবুকে পৌঁছে যাবেন। আর এখান থেকেই একই জিনিস স্টোরি হিসাবে পোস্ট করা যাবে।

রিপোর্টে জানানো হয়েছে, ইনস্টাগ্রাম, গুগল ফটোস এবং জিমেইল এ স্ট্যাটাস হিসাবেও একই ফিচার ব্যবহার করা যাবে।

তবে গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ এই দুই অ্যাকাউন্ট লিঙ্ক করবে না।

রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ নিজে থেকে কখনই অন্য প্ল্যাটফর্মে কিছু পোস্ট করবে না। গ্রাহক কোথায় কোন পোস্ট শেয়ার করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা।

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন 2.19.151-এ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড