• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমেন্টের ওপর জরিপ চালাবে ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১৫ জুন ২০১৯, ১৪:০৭
ফেসবুক

এবার ফেসবুক পাবলিক পোস্টের কমেন্টে র‍্যাঙ্কিং করার ঘোষণা দিয়েছে। মূলত তারা কোনটি প্রাসঙ্গিক কমেন্ট তা বোঝাতেই এই নিয়ম চালু করবে বলে জানা গেছে।

এখানে কমেন্টে সবচেয়ে বেশি লাইক ও রিপ্লাই আসলে কিংবা পোস্টদাতা তাতে নিজে কোনো কমেন্টের রিপ্লাই দিলে তা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। আর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কমেন্টটি কমেন্ট সেকশনের একদম উপরে থাকবে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার জাস্টিন শেন এক ব্লগ পোস্টে জানান, ব্যবহারকারীরা কোন ধরনের কমেন্ট সবচেয়ে বেশি পছন্দ করেন, তা জানতে জরিপ চালানো হচ্ছে। আর ইন্টেগ্রিটি সিগনালের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং সিস্টেমটি কাজ করবে।

কমেন্টে ভালো ভাষা ব্যবহার করা হলে এবং তা যথাযথ হলে এই সিগনাল দেখানো হবে। র‍্যাঙ্কিং সিস্টেমটি পাবলিক পেইজগুলোতে ডিফল্ট হিসেবেই কাজ করবে। তবে পেইজের অ্যাডমিন চাইলে কমেন্ট র‍্যাঙ্কিংয়ের অপশন বন্ধ রাখতে পারেন।

এছাড়া নিজের প্রোফাইলে কমেন্ট র‍্যাঙ্কিং অপশন চালু করতে এখানে ক্লিক করতে হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড