• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ৫ কোটি ইন্সটাগ্রাম ব্যবহারকারীর তথ্য ফাঁস

  প্রযুক্তি ডেস্ক

২২ মে ২০১৯, ১৭:৪২
ইন্সটাগ্রাম
ছবি : সংগৃহীত

আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, এবার ৫ কোটি ইন্সটাগ্রাম ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে।

জানা গেছে, এই ব্যক্তিগত তথ্যের মধ্যে অধিকাংশই সেলিব্রিটি, প্রভাবশালী ব্যক্তি এবং ব্র্যান্ডের তথ্য ফাঁস হয়েছে। আবার সহজেই সেসব তথ্য ইন্টারনেটে পাওয়া যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

তবে ফাঁস হওয়া তথ্যগুলো এতদিন পর্যন্ত সার্ভারে অরক্ষিত রাখা ছিল। এর মধ্যে ব্যবহারকারীদের নানা ব্যক্তিগত তথ্যও রয়েছে।

এই তথ্যগুলো ভারতের মুম্বাইয়ের 'চ্যাটারবক্স' নামের একটি প্রতিষ্ঠানের ডেটাবেজে পাওয়া গেছে। সেগুলো এতদিন কীভাবে অরক্ষিত ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়টি নজরে আসার পরেই ফেসবুক ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই তারা চ্যাটারবক্সের সঙ্গেও আলোচনা শুরু করেছে বলে জানা গেছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড