• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ এপ্রিল ২০১৯, ২১:৫৫
টিকটক

অবশেষে ভারতের মাদ্রাজ হাইকোর্ট টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এখন থেকে ভারতে এই অ্যাপ ডউনলোড বা ব্যবহারে আর কোনো বাধা থাকলো না।

টিকটকের মুখপাত্র এ বিষয়ে এক বিবৃতিতে জানান, ভারতের আদালতের এই সিদ্ধান্তে আমরা খুশি। আশা করছি, ভারতে যারা নিজের সৃষ্টিশীলতাকে টিকটকের মাধ্যমে প্রচার করে তারাও এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে।

এর আগে টিকটক পর্নোগ্রাফিকে উৎসাহিত করছে- এমন অভিযোগে টিকটককে নিষিদ্ধ করতে অ্যাডভোকেট মুথুকুমার মামলা করেছিলেন।

এ ঘটনার পরই চলতি মাসের শুরুতে মাদ্রাজের আদালত কেন্দ্রীয় সরকারকে টিকটক নিষিদ্ধ করতে বলে। গত বুধবার ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে অ্যাপল,গুগল অ্যাপটি সরিয়ে নেয়।

টিকটকের বেইজিংভিত্তিক ডেভেলপার কোম্পানি বাইটড্যান্স কোম্পানি জানিয়েছে, অ্যাপল ও গুগল তাদের অ্যাপ সরিয়ে নেওয়ায় দৈনিক গড়ে তাদের ক্ষতি হচ্ছে ৫ লাখ ডলার (চার কোটি ২২ লাখ)।

গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে টিকটকের ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ভারতে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড