• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিন প্রতি টিকটকের লোকসান ৫ লাখ ডলার

  তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৮
টিকটক

সম্প্রতি ভারতে নিষিদ্ধ করা হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। ফলে টিকটকের বেইজিংভিত্তিক ডেভেলপার কোম্পানি বাইটড্যান্সের প্রতিদিন ক্ষতি হচ্ছে ৫ লাখ ডলার (চার কোটি ২২ লাখ টাকা)। একইসাথে তাদের ২৫০ কর্মীর চাকরি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সারা বিশ্বে টিকটকের ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ভারতে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটি- গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যে এ চিত্র উঠে উঠেছে।

মাদ্রাজের আদালত চলতি মাসের শুরুতে পর্নোগ্রাফিকে উৎসাহিত করা এবং শিশু ব্যবহারকারীদের নিশানা বানানোর অভিযোগে কেন্দ্রীয় সরকারকে টিকটক নিষিদ্ধ করতে বলে।

এরপর ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত বুধবার আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে অ্যাপল ও গুগল অ্যাপটি সরিয়ে নেয়।

তবে দেশটিতে টিকটক নিষিদ্ধ হবে কি না সে বিষয়ে সুপ্রিম কোর্ট এই বুধবার রায় দেবে।

তবে ভারতে সত্যিই টিকটক নিষিদ্ধ হলে বাইটড্যান্সকে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানটিতে জাপানিজ কোম্পানি সফটব্যাঙ্ক ও বেসরকারি অংশীদারদের বিনিয়োগ আছে। সে হিসাবে বাইটড্যান্স ৭৫ বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড