• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও ম্যাসেঞ্জারে ফিরে যাচ্ছে ফেসবুক

  অধিকার ডেস্ক    ১৪ এপ্রিল ২০১৯, ১৬:৩৭

ম্যাসেঞ্জার

ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারে আবারও ফিরে আসছে ফেসবুক। প্রযুক্তি সাইট ‘দ্য ভার্জ’ এর এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে। এখন পর্যন্ত ফেসবুক আর ম্যাসেঞ্জার দুটি আলাদা অ্যাপ হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে একসময়ে এই ম্যাসেঞ্জার অ্যাপটি মূল ফেসবুকেই ছিল।

অ্যাপ গবেষক জেইন মানচুন অং সম্প্রতি এমন একটি ফিচার সনাক্ত করার পর এমনটাই দাবি করেছেন।

এখন আবার যদি ম্যাসেঞ্জার অ্যাপটি ফেসবুকে ফিরে আনা হয়, তবে সেখান থেকেই একইসঙ্গে দুটি সেবাই ব্যবহার করা যাবে। তবে নতুন করে পরিবর্তন আনা হলে ফেসবুকে থাকা ম্যাসেঞ্জার বাটনকেই ব্যবহার করা যাবে।

কিন্তু এই চ্যাটিং সেকশনে ম্যাসেঞ্জারের সীমিত কিছু ফিচার থাকবে। নতুন আপডেটের ফলে এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা গেলেও কল করা, ছবি পাঠানো বা বার্তায় প্রতিক্রিয়া জানাতে গ্রাহককে ম্যাসেঞ্জার অ্যাপ খুলতেই হবে।

জেইন আরও জানিয়েছেন, অ্যাপটি একত্রিত করার পরিকল্পনা থাকলেও একেবারে আলাদা করা হবে না। দুটি অ্যাপ একত্রিত হলেও আলাদা আলাদা হিসেবেও ব্যবহার করা যাবে।

তবে এই গবেষক কবে নাগাদ এটি একত্রে কাজ করতে পারে সে সম্পর্কে কিছু বলেননি।

প্রসঙ্গত, ২০১১ সালে ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি চালু করে। পরে ২০১৪ সালে এসে সেটি পৃথক অ্যাপ হিসেবে কাজ শুরু করে। ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড