• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘ইগনোর আর্কাইভড চ্যাটস’

  অধিকার ডেস্ক    ১৪ এপ্রিল ২০১৯, ১৪:২৪

হোয়াটসঅ্যাপ

এবার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘ইগনোর আর্কাইভড চ্যাটস’ নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছে। তাদের দাবি, এ ফিচারের মাধ্যমে গ্রাহকসেবা আরও উন্নত হবে। হোয়াটসঅ্যাপ এর আগে ভুয়া সংবাদ চিহ্নিত ও প্রতিরোধে নতুন দুটি ফিচার চালু করেছে।

‘ভ্যাকেশন মোড’ ফিচারের নাম পরিবর্তন করে ইগনোর আর্কাইভড চ্যাটস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকরা যাতে বিরক্তিকর চ্যাটগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারেন, সে লক্ষ্যেই এই মোড চালু করা হয়। এ মোড ব্যবহারের সুবিধা হলো- কোনো চ্যাট মিউট করলে সেটা আনমিউট করার আগ পর্যন্ত সেভাবেই থাকবে।

হোয়াটসঅ্যাপ গত বছরের প্রথম পরীক্ষামূলকভাবে এ ফিচারটি চালু করে। প্রতিষ্ঠানটি এতে সফলতা পাওয়ায় তাই সকল ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করতে যাচ্ছে।

আশা করা যাচ্ছে, নতুন এ ফিচারটি খুব তাড়াতাড়ি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড