• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজ ফিডে দেখানো পোস্টের কারণ দর্শাবে ফেসবুক

  অধিকার ডেস্ক    ০১ এপ্রিল ২০১৯, ১৮:৫১

ফেসবুক

এখন থেকে নিউজ ফিডে প্রদর্শিত প্রতিটি পোস্টের কারণ ব্যাখ্যা করবে ফেসবুক। রবিবার (৬ মার্চ) ফেসবুকের ব্লগপোস্টে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

নিউজ ফিডে কোনো পোস্ট কেন দেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করলে ফেসবুক তার ব্যাখ্যা দেবে।

এই কারণ জানতে পোস্টের ডান দিকে থাকা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। এতে ‘হোয়াই এম আই সিয়িং দিস পোস্ট’ নামের একটি অপশনটি দেখা যাবে। সেটাতে ক্লিক করার সাথে সাথে ফেসবুক পোস্টটি প্রদর্শন করার কারণ ব্যাখ্যা করবে। ব্যাখ্যা দেওয়ার ফলে নিউজ ফিডের অ্যালগরিদম প্রক্রিয়া কীভাবে কাজ করে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

পোস্ট দেখানোর কারণ হিসেবে ব্যবহারকারী কার বন্ধু, কোন গ্রুপের সদস্য, একই ধরনের অন্যান্য পোস্টের চেয়ে এই পোস্টের জনপ্রিয়তা কেমন ইত্যাদি বিষয়ও সামনে আনা হবে।

আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহ থেকে ফিচারটি ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করবে। আগামী মাসের মাঝামাঝিতে সেটি সবার কাছেই পৌঁছে যাবে।

পাশাপাশি তারা ২০১৪ সালে উন্মোচিত ‘হোয়াই এম আই সিয়িং দিস অ্যাড’ ফিচারটিও আপডেট করবে।

এটি যুক্ত হলে বিজ্ঞাপন দেখানোর পেছনের কারণও তারা জানাবে। যেমন ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেইল আপলোড করার জন্য নাকি কোস্পানিটির সঙ্গে তাদের ব্যবসায়িক চুক্তি থাকার কারণে বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাও এ জায়ান্টি জানাবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড