• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্যোগের সময় অ্যাভারেজ টুইটার ব্যবহারকারী বেশি সক্রিয় থাকে

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৭

টুইটার
অ্যাভারেজ টুইটার ব্যবহারকারী

প্রাকৃতিক দুর্যোগের সময় টুইটার ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সক্রিয় হন বলে সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভারমন্টের গবেষকরা এই গবেষণা পরিচালনা করেন। এ ধরনের কোনও গবেষণা এই প্রথম করা হলো।

গবেষণায় বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের সময় ছোট পরিসরের টুইটার ব্যবহারকারীরা (যাদের অনুসারী সংখ্যা ১০০-২০০ এর মধ্যে) সক্রিয় হয়ে ওঠেন। তারা এসময় বিভিন্ন ধরনের পোস্ট দেন।সেলিব্রেটিদের তুলনায় ছোট পরিসরের গ্রাহকরাই এসময় সবচেয়ে সক্রিয় থাকেন বলে গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়।

বেঞ্জামিন এমেরি নামের এক গবেষক এ প্রসঙ্গে বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখেছি ‘অ্যাভারেজ টুইটার ব্যবহারকারীরা’ অন্যদের চেয়ে দ্রুততার সঙ্গে টুইট করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড