• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইওএসে যুক্ত হলো হোয়াটসঅ্যাপ বিজনেস

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ বিজনেস (ছবি: সংগৃহীত)

এবার অ্যাপলের আইওএসে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ফিচার হোয়াটসঅ্যাপ বিজনেস ছাড়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, হোয়াটসঅ্যাপ বিজনেস ফিচারটির বেটা সংস্করণ ছাড়া হয়েছে। আইওএস ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন।

গত বছরের জানুয়ারিতে অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ আনা হয়েছে। এর এক বছর পর আইওএস সংস্করণ আনা হলো।

বিশ্বব্যাপী ব্যবসায়িক কাজে হোয়াটসঅ্যাপ বিজনেসের ৫০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে বলে হোয়াটসঅ্যাপ জানিয়েছে। এখন ডেস্কটপ সংস্করণেও ফিচারটি রয়েছে।

এই প্লাটফর্মটি ব্যবহার করে গ্রাহককে সাপোর্ট দেওয়া, ব্যবসা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ব্যবসায় কমিউনিটির লোকদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। আমরা লাখ লাখ ব্যবসায়িকে এমন সেবা দিতে পেরে সত্যিই আনন্দিত উল্লেখ করে

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিশ্বের অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও এখন তাদের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে।

তারা অ্যাপেল বিজনেস চ্যাট,আরসিএস অ্যান্ড্রয়েড ম্যাসেজিং এবং ফেসবুকের নিজস্ব ম্যাসেজিং প্লাটফর্ম ম্যাসেঞ্জারের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ২০১৮ সালে সবচেয়ে জনপ্রিয় অ্যাপের তালিকায় সবার উপরে রয়েছে। বছরটিতে ৭৪ কোটি ৭০ লাখ বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড