• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মীদের হুমকি দিলেই অবস্থান ট্র্যাক করবে ফেসবুক

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১০

ফেসবুক
ফেসবুকের অবস্থান ট্র্যাক (ছবি:সংগৃহীত)

ফেসবুক ব্যবহার করে কর্মীদের কোনো ধরনের হুমকি দিলেই তাদের অবস্থান ট্র্যাক করবে প্রতিষ্ঠানটি।

সিএনবিসির এক প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের তখনই ট্র্যাক করবে, যখন তাদের নেটওয়ার্কে কোনো হুমকি সত্য বা বিশ্বাসযোগ্য বলে মনে হবে।

তারা ব্যবহারকারীর ফেসবুক অ্যাপ থেকে নেওয়া অবস্থানের ডেটা ব্যবহার করে ট্র্যাকিং করবে অথবা ব্যবহারকারী ফেসবুকে সক্রিয় থাকলে কোন আইপি ঠিকানা দিয়ে তা ব্যবহার করছে, সেটি জানবে।

প্রতিষ্ঠানটির এমন হুমকি মোকাবিলায় নিজেদের এমন নেটওয়ার্ক রয়েছে যা কোন কমেন্ট কোন অবস্থান থেকে করা হচ্ছে তা ট্র্যাক করা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বব্যাপী এই সার্ভিসে ফেসবুকের অধীনে অন্তত ২৭০ কোটি ব্যবহারকারী রয়েছে। যদি এর ০.০১ শতাংশ ব্যবহারকারীও কর্মীদের হুমকি দেয়, তবে সেটার পরিমাণ হয় দুই লাখ ৭০ হাজার।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকার বার্গ, সিওও শেরলি স্যান্ডবার্গের মতো কর্মকর্তাদের হুমকি দিলেও এর আওতায় পড়বে বলে জানা গেছে ।

এদিকে ফেসবুকের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ফেসবুকের নিরাপত্তা দল সবসময় তার কর্মীদের নিরাপত্তা দিতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড