• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি নারীদের নজরদারি অ্যাপের বিষয়ে তদন্ত করবে অ্যাপল

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩১

অ্যাপল
সৌদি আরবে নারীদের নজরদারি করে অ্যাপ (ছবি:সংগৃহীত)

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও গুগল সৌদি আরবে নারীদের চলাচল নজরে রাখে এমন একটি অ্যাপে পৃষ্ঠপোষকতা করে সমালোচনায় পড়েছে।

তবে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিষয়টি নিয়ে এবার তদন্তের কথা জানিয়েছেন।

এনপিআরকে কুক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অ্যাবশার’ অ্যাপটি সম্পর্কে তিনি সচেতন ছিলেন না। কিন্তু এখন তিনি বিষয়টি দেখবেন।

অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরে অ্যাপটি রয়েছে। এই মোবাইল অ্যাপটি পরিবারের সদস্যদের প্রোফাইল ব্রাউজ করাসহ অন্যান্য নিরাপদ সেবা দিয়ে থাকে।

কিন্তু জানা গেছে, অ্যাপটির মাধ্যমে পরিবারের পুরুষ সদস্যরা নারীদের চলাচল নজর রাখছে। তাই মানবাধিকার সংগঠনগুলো এটি বন্ধ করে দেবার দাবি জানায়।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর রন ওয়েডেন গুগল এবং অ্যাপলের স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়ে যেতে একটি চিঠি লিখেছে।

সৌদি নারীরা যদি দেশের বাইরে ঘুরতে যান, তখন তাদের কোনো এক পুরুষ বিশেষ করে বাবা অথবা স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হয়।

ওই অ্যাপের মাধ্যমে কোনো পুরুষ নারীর নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাচল নির্দিষ্ট করে দিতে পারেন। ওই গণ্ডি পেরোলে তার কাছে নোটিফিকেশন চলে যায়। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এ অ্যাপটি তৈরি করেছে।

এখন পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো অ্যাপটির বিরুদ্ধে আন্দোলন করছে। তারা দাবি করছে, অ্যাপটি তৈরি করা হয়েছে পুরুষের জন্য যাতে তারা নারীদের পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন।

অন্যদিকে সৌদি সরকারের দাবি, তারা এমনভাবে অ্যাপটি ডিভাইন করিয়েছেন, যাতে করে সরকারের সব ধরনের সেবা সেখানে পাওয়া যায়।

তবে দেশটির সরকার এর অপব্যবহার নিয়ে এখনও কিছু বলেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড