• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষতিকর গ্রাফিক্যাল ছবি সরাবে ইনস্টাগ্রাম

  অধিকার ডেস্ক    ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

ইনস্টাগ্রাম
ছবি শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রাম

ছবি শেয়ারিং মাধ্যম ইনস্টাগ্রাম এক নতুন ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীর ক্ষতির কারণ হয় এমন ছবি সরিয়ে ফেলতে তারা কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান অ্যাডাম মিসৌরি এমন কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে ব্যবহার করা গ্রাফিক্স ছবি যেগুলো ব্যবহারকারীর ক্ষতির কারণ হয় তা সরিয়ে ফেলা হবে বলে জানান তিনি।

১৪ বছরের কিশোরী মলি রাসেল ২০১৭ সালে এমন গ্রাফিক্যাল ছবি দেখে ভয় পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তার মৃত্যুর কারণেই প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।

অ্যাডাম মিসৌরি বলেন, ইনস্টাগ্রাম এখন একটা ভারসাম্যের চেষ্টা করছে। এখন একটি আইন এবং আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজন। কেননা আমরা চাই না আমাদের কোনো কনটেন্ট দেখানোর ফলে কারও কোনো ক্ষতি হোক।

মিসৌরি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি এই ছবি সরানোর কাজ শুরু করেছি আমরা- বলছিলেন ইনস্টাপ্রধান।

এ দিকে ইনস্টাগ্রামের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মলির বাবা ইয়ান রাসেল। তিনি প্রত্যাশা করেন, খুব শিগগির ইনস্টাগ্রাম তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে।

মলির বাবা বলেন, এখন সময় এসেছে সামাজিক মাধ্যমগুলোর তাদের ব্যবহারকারীদের দিকে নজর দেবার। তারা যেন ইন্টারনেটে নিরাপদে থাকতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব তাদের।

প্রসঙ্গত, ২০১৭ সালে মলি ইনস্টাগ্রামে গ্রাফিক ছবি দেখে ভয় পায়। ফলে সে প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখতে থাকে এবং এক পর্যায়ে সে আত্মহত্যা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড