• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বিশেষ অ্যাপ

  প্রযুক্তি ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩
ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর
করোনা ভাইরাস শনাক্তকারী অ্যাপ ব্যবহারকারী (ছবি : সংগৃহীত)

সম্প্রতি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। চীন প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’ নামে বিশেষ একটি অ্যাপ চালু করেছে। ধারণা করা হচ্ছে, অ্যাপটি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই অ্যাপ ব্যবহারকারী যদি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছে যান, তখন অ্যাপটি মোবাইল ফোনে সতর্ক বার্তা দেখাবে। তবে অ্যাপটি করোনা ভাইরাস কীভাবে শনাক্ত করবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

অ্যাপটি সরাসরি ফোনের সঙ্গে নিবন্ধিত হবে। এর জন্য ব্যবহারকারীর নিজ নাম ও আইডি নম্বর দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চীনের নানাবিধ সরকারি বিভাগের সহযোগিতায় ‘জেনারেল অফিস অব দ্য স্টেট কাউন্সিল’, ‘ন্যাশনাল হেলথ কমিশন’ ও ‘চীনা ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনস’ অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি গণপরিবহনে, কর্মক্ষেত্রে বা একই বাড়িতে অনেকে থাকেন এমন পরিবেশে সকলকে সহযোগিতা করতে পারবে। এছাড়া এর মাধ্যমে জনগণের চলাচলের ওপর চীনা কর্তৃপক্ষ আরও বেশি নজরদারি করতে পারবে।

আরও পড়ুন : সব ফোনে এক চার্জার!

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন স্থানে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাস নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৫।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড