• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যান্ড্রয়েড ক্রোম ব্রাউজারেও চলে এসেছে ডার্ক মোড

  প্রযুক্তি ডেস্ক

২৬ অক্টোবর ২০১৯, ১৩:৪৪
গুগল ক্রোম ব্রাউজার
ছবি : গুগল ক্রোমডার্ক মোড

অনেক দিন থেকেই অ্যান্ড্রয়েড ক্রোম ব্রাউজারে ডার্ক মোড আনার কাজ করছিল গুগল। অবশেষে গুগল পিক্সেল ৪ ফোনে ডার্ক মোড ফিচারটি আইওএস সংস্করণে উন্মুক্ত করা হয়েছে।

তবে অ্যান্ড্রয়েড ১০ ওএসের ফোনগুলোতে স্বয়ংক্রিয়ভাবে এটি পাওয়া যাবে। অন্য সংস্করণের ফোনগুলোতেও খুব দ্রুত মোডটি উন্মুক্ত হবে।

ডার্ক মোড ফিচারটি চালু করার জন্য মেনু আইকনে গিয়ে সেটিংস থেকে ‘থিম’ এ ট্যাপ করতে হবে। সেখানে সিস্টেম ডিফল্ট, লাইট এবং ডার্ক এই ৩টি অপশন দেখাবে। এবার ডার্ক অপশনটি ক্লিক করলেই ডার্ক মোডটি চালু হয়ে যাবে। একইভাবে ডার্ক মোড থেকে লাইট মোডে ফিরে আসতে পারবেন। এই ক্ষেত্রে লাইট মোড সিলেক্ট করতে হবে।

মোডটি উন্মুক্ত করার পর এখনো সকল ফোনে ফিচারটি পৌঁছায়নি। আশা করা যাচ্ছে, আগামী ১-২ মাসের মধ্যে সকলেই ফিচারটি উপভোগ করতে পারবেন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড