• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী বছরই মোবাইলে আসছে লিগ অব লিজেন্ডসের নতুন সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৩:১৪
লিগ অব লিজেন্ডস
ছবি : লিগ অব লিজেন্ডস : ওয়াইল্ড রিফ্ট

লিগ অব লিজেন্ডস গেমটির ডেভেলপার কোম্পানি রায়ট গেইমস আগামী বছরই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য গেমটির নতুন সংস্করণ আনছে, যার নাম দেওয়া হয়েছে লিগ অব লিজেন্ডস : ওয়াইল্ড রিফ্ট।

জানা গেছে, রায়ট গেইমসের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন সংস্করণটি লঞ্চ করা হচ্ছে, যা ডাউনলোড করতে ও খেলতে গেমারদের কোনো খরচ করতে হবে না।

এই গেমটি মূলত একটি টিম গেম যেখানে ৫ জনের একটি টিম থাকে। এদের প্রত্যেককেই চ্যাম্পিয়ন বলে এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে গেমে অংশগ্রহণ করে। চরিত্রের ভিন্নতা বুঝতে পারা যায় তাদের ক্ষমতায়। ৫ জনের ৫ ধরণের ক্ষমতা থাকে। গেমটির প্রতিটি ম্যাচ শেষ করতে সময় লাগে ২০ থেকে ৬০ মিনিট।

গেমটির বিষয়ে ডেভেলপার কোম্পানি রায়ট গেইমস জানান, চীনে গেমটির বেটা ও আলফা সংস্করণ এ বছরের শেষের দিকে চালু হবে এবং আগামী বছর এক এক করে সব দেশেই গেমটি উন্মুক্ত করা হবে।

গেমটি খেলতে চাইলে এখনই গুগল প্লে স্টোর অথবা লিগ অব লিজেন্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রি-রেজিস্ট্রেশন করুন।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড