• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিভিউ শেষে বাংলাদেশে ফের চালু হলো পাবজি

  নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০১৯, ০৪:০৫
পাবজি গেম
পাবজি গেম (ছবি : দৈনিক অধিকার)

জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস’ পাবজি গেমটি নিষিদ্ধ করার পর ফের চালু করা হলো বাংলাদেশে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার তৈরি পাবজি গেমটি রিভিউয়ের পর বাংলাদেশে আবার খুলে দেওয়া হয়েছে। এ দিন দুপুরে গেমটি টেলিযোগাযোগ মন্ত্রী ও ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ থেকে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

পাবজি কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা যায়, পাবজি এ মাসের শুরুতে খেলতে সমস্যা হচ্ছিল। এ গেমটি অনলাইনে কয়েকজন মিলে খেলতে হয়। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে একটি দ্বীপে নেমে একজন বা চারজন মিলে গেমটি খেলতে হয়। বিপক্ষ দলকে পরাজিত করে যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা জয়ী হয়।

উল্লেখ্য, সংশ্লিষ্টরা জানান গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংস মনোভাব তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর গেমটি বাংলাদেশ থেকে খেলা বন্ধ করে দেওয়া হয়।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড