• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে ফেসবুক আইডির নিয়ন্ত্রণ পায় অন্য কেউ

  প্রযুক্তি ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২২:১৯
হ্যাক
ফেসবুক হ্যাক (ছবি: সংগৃহীত)

বর্তমানে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম জনপ্রিয় হলো ফেসবুক। কিন্তু প্রায়ই ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর পাওয়া যায়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় ওই ব্যবহারকারীকে। তবে ফেসবুক আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই খুব সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। তাই হ্যাক হওয়ার ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সর্তক হওয়া উচিত ব্যবহারকাীদের। একবার ভাবুন তো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেলে কী হতে পারে। সম্মানহানির মতো ঘটনাও ঘটতে পারে।

হ্যাঁ, এটা ঠিক যে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি পণ্যের সহজলভ্যতা। তাই আমরাও দিন দিন নির্ভরশীল হয়ে পড়ছি প্রযুক্তির ব্যবহারে। অনেকেই যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে থাকে। এ কারণে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও। একইসঙ্গে আইডি হ্যাক হওয়ার ঘটনাও ঘটছে।

আইডি হ্যাক হওয়ার জন্য দায়ী ব্যবহারকারীদের অসতর্কতা। আইডিতে সাধারণত সকল দুর্বলতার কারণে এটি দেখা যায়।

চলুন জেনে নেয়া যাক, কী কী কারণে ফেসবুক আইডি হ্যাক হতে পারে সেই বিষয়গুলো-

১. ফেসবুক আইডি লগ ইন করার সময় ইমেইল অ্যাড্রেসের পরিবর্তে মোবাইল নম্বরের ব্যবহার করা।

২. রিকভারি অপশন চালু না রাখা।

৩. টু ফ্যাক্টর অথেন্টিকেশন না রাখা।

৪. জন্ম তারিখ ওপেন রাখা।

৫. ফেসবুক আইডি এবং যে মেইল আইডি দিয়ে ফেসবুক ওপেন করা হয়েছে তার পাসওয়ার্ড একই রাখা। এ ক্ষেত্রে হ্যাকার যখন ফেসবুক আইডি হ্যাক করবে, একই সঙ্গে আপনার ইমেইলও হ্যাক করবে।

৬. খুবই দুর্বল পাসওয়ার্ডের ব্যবহার (যেমন : মোবাইল নম্বর, পিতা মাতার নাম, সন্তানের নাম, নিজের পূর্ণ নাম, ডাক নাম, জন্ম তারিখ ইত্যাদি)।

৭. আপনার ফেসবুক আইডির নাম, জন্ম তারিখ, অরিজিনাল নাম ও জন্ম তারিখ থেকে আলাদা হওয়া।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড