• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মশা তাড়াতে সিলিং ফ্যান!

  প্রযুক্তি ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১২
স্মার্টফ্যান

এলজি নিয়ে এলো এমন এক স্মার্ট সিলিং ফ্যান যা গরমের সঙ্গে সঙ্গে মশাকেও করবে দূর। ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে মসকিউটো অ্যাওয়ে নামে এক বিশেষ টেকনোলজি, যার কারণে বাতাস দেওয়ার সাথে সাথে মশা তাড়ানোর কাজটিও করবে।

স্মার্ট সিলিং ফ্যানটিতে স্পিড মোড থাকায় ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গতি নির্ধারণ করতে পারবে। এছাড়াও ফ্যানটির বিশেষত্ব হচ্ছে-পূর্ণ গতিতে ফ্যানটি চললেও বিন্দু মাত্র শব্দ হবে না এবং মোবাইলের মতো ফ্যানেও রয়েছে ওয়াইফাই সুবিধা। ফ্যানটি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্ট দুটোই সাপোর্ট করায় এর মাধ্যমে অনেক কাজও করা যাবে।

ডুয়াল ওয়িং ব্লেড ফ্যানটিতে আছে এলইডি ডিসপ্লে। ফ্যানটির নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য অ্যাডভান্সড ইনভার্টার মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ইনস্ট্যান্ট অব থিংস সাপোর্ট সুবিধার জন্য স্মার্ট থিংকিং অ্যাপের সাহায্যে ফ্যানটিকে নিয়ন্ত্রণ করা যাবে। নিজেদের স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপসটি ইনস্টল করে নিলেই খুব সহজে অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ফ্যানটি।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড