• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ফিচার চালুর ঘোষণা দিল ফেসবুক

  প্রযুক্তি ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৩
ফেসবুক
(ছবি : সংগৃহীত)

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবার নতুন কিছু ফিচার চালুর ঘোষণা দিয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ভিডিও তৈরি করেন যারা এমন ব্যবহারকারীদের জন্য এসব ফিচার চালু করা হবে।

‘ক্রিয়েটর স্টুডিও’ ও ‘ওয়াচ পার্টি’ হলো ফেসবুকের বিভিন্ন সেবার মধ্যে অন্যতম। শুধুমাত্র ভিডিও নিয়ে কাজ করা যায় এই প্লাটফর্মটিতে। সেখানে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে অর্থ আয় করে থাকেন ব্যবহারকারীরা।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের খবর অনুযায়ী, সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং কনভেনশনে (আইবিসি) এ ঘোষণা দিয়েছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, লাইভ ভিডিও সম্প্রচারকারীদের জন্য সামাজিক মাধ্যমে আরও কিছু সুবিধা চালু করা হবে। যাতে করে বেশি বেশি লাইভস্ট্রিমিংয়ে ব্যবহারকারীরা যেন আগ্রহী হয়। সেজন্য এসব সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রিয়েটর স্টুডিও বিভাগের জন্য নতুন দুইটি সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে শেষ ৬০ সেকেন্ডে কতজন ভিডিওটি দেখেছেন তা জানা যাবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড