• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিজনি প্রধানের অ্যাপল বোর্ড থেকে পদত্যাগ

  প্রযুক্তি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০১
বব আইগার
ছবি : ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব আইগার (সংগৃহীত)

ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব আইগার অ্যাপলের বোর্ড অব ডিরেক্টরস থেকে পদত্যাগ করেছেন।

রয়টার্স হতে জানা যায়, আইগার স্ট্রিমিং টেলিভিশন ব্যবসায় অ্যাপল ও ডিজনি প্রতিষ্ঠান দুইটির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার মুখে গত ১০ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত গ্রহণ করেন। অ্যাপল যেদিন নতুন ‘অ্যাপল টিভি+’ স্ট্রিমিং সেবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে, সেদিনই আইগার পদত্যাগ করেন।

পিক্সার অ্যানিমেশন স্টুডিও যখন ডিজনি অধিগ্রহণ করে, তখন থেকে ডিজনির পরিচালক ও মূল শেয়ারধারীদের ছিলেন স্টিভ জবস। ২০১১ সালে স্টিভ জব মৃত্যুবরণ করেন। এরপর বব আইগার অ্যাপল বোর্ডে যোগ দেন এবং দীর্ঘ ৮ বছর ধরে এই দায়িত্ব পালন করেন।

জানা যায়, অ্যাপল টিভি+আগামী ১ নভেম্বর চালু হবে। গ্রাহকরা মাসিক ৪.৯৯ মার্কিন ডলারে এ সেবা গ্রহণ করতে পারবেন। পূর্বে ডিজনির ঘোষণা অনুসারে আগামী ১২ নভেম্বর থেকে মাসিক ৬.৯৯ ডলারে শিশুদের জন্য প্রতিষ্ঠানের আইকনিক কনটেন্টের স্ট্রিমিং সেবা শুরু হবে।

এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘বোর্ড সদস্য হিসেবে বব আইগারের কার্যকারিতা আমরা অনেক অনুভব করব, তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি যে ভবিষ্যতেও বব এবং ডিজনির সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে।’

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড