• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাপল এনেছে হ্যাপটিক টাচ

  প্রযুক্তি ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪
আইফোন হ্যাপটিক টাচ

থ্রিডি টাচকে বিদায় জানিয়ে নতুন আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো-তে যুক্ত হয়েছে হ্যাপটিক টাচ ফিচার।

হ্যাপটিক টাচ সম্পর্কে অ্যাপল তার নিজস্ব ওয়েবসাইটে জানায়, ক্যামেরা চালু না করেই দ্রুত গতিতে সেলফি তোলা যাবে হ্যাপটিক টাচ ফিচারের মাধ্যমে। থ্রিডি টাচ ও হ্যাপটিক টাচের মধ্যে বিশেষ কোনো পার্থক্য না থাকলেও থ্রিডি টাচের সকল কাজ হ্যাপটিক টাচ দিয়ে করা সম্ভব নয়।

থ্রিডি টাচ ব্যবহার করার সময় ফোনের স্ক্রিনে জোরে চাপ দিতে হয়। অন্য দিকে বিভিন্ন কাজ শর্টকাটে সম্পন্ন করার ফিচার হচ্ছে হ্যাপটিক টাচ। এ সময় ফোনে হালকা ভাইব্রেশন হয়।

সর্বপ্রথম থ্রিডি টাচ প্রযুক্তির ব্যবহার হয় ২০১৫ সালে। অ্যাপল আইফোন ৬এস ও ৬এস প্লাসে যুক্ত করে এ ফিচার। থার্ড পার্টি ডেভেলপাররা ফিচারটি ব্যবহারে আগ্রহী না থাকায় বেশির ভাগ অ্যাপই ফিচারটি সাপোর্ট করত না। এ জন্য ব্যবহারকারীদেরও সম্মুখীন হতে হতো নানা সমস্যায়। তারা বুঝতেই পারত না যে কোন অ্যাপে ফিচারটি সাপোর্ট করবে এর কোন অ্যাপে করবে না। ফলশ্রুতিতে তারা ফিচারটিকে এড়িয়ে যেতেন।

এ সমস্যা সমাধানেই অ্যাপল থ্রিডি টাচ ফিচারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ২০১৮ সালে আইফোন ১০ আর থেকে ফিচারটি সরিয়ে নেয়।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড