• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার স্মার্টফোন বলে দেবে আপনি প্রেগন্যান্ট কি না

  প্রযুক্তি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২
স্মার্টফোন
(ছবি : প্রতীকী)

প্রেগনেন্সির শুরুতেই অনেক নারীই নিশ্চিত না হয়ে চিকিৎসকের কাছে যেতে চান না। এ কারণে অনেক সময় দেখা যায়, কোনো কোনো নারী গর্ভধারণের বেশ কয়েক মাসেও বুঝেই উঠতে পারেন না যে তিনি গর্ভবতী কি না। আপনি প্রেগনেন্সি টেস্ট কিট কেনার ঝামেলা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন।

প্রযুক্তির সাহায্যে আভাস পেতে পারেন আপনি গর্ভবতী কি না। নারীদের জন্য সুখবর, এবার স্মার্টফোনই জানিয়ে দেবে আপনি প্রেগন্যান্ট কি না!

জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর টেকনোলজির গবেষকরা তৈরি করেছেন এমনই এক ফাইবার অপটিক সেন্সর। এটার সাহায্যে খুব সহজেই প্রেগনেন্সি, ডায়বেটিসসহ একাধিক বায়োমলিকিউলার টেস্ট করা যাবে এই ফাইবার অপটিক সেন্সরের মাধ্যমে।

প্রযুক্তির জানালায় স্মার্টফোনের এই সেন্সর রক্ত, ঘাম, লালা, ইউরিন, বডি ফ্লুইড এবং নিশ্বাসও পরীক্ষা করতে পারবে।

এখানেই শেষ নয়, এই সেন্সরটির সঙ্গে জিপিএস সিগনাল যুক্ত করলে আপনার পার্শ্ববর্তী ওষুধের দোকান, হাসপাতাল বা অ্যাম্বুলেন্সের সন্ধানও জানিয়ে দেবে। এই সেন্সর সারফেস প্লাসমন রিজোনেন্সের সাহায্যে কাজ করে। গবেষকরা দাবি করছেন, এটা প্রযুক্তি বিশ্বে বেশ আধুনিক।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড