• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লঞ্চের পূর্বেই দুই গ্যালাক্সি ফোনের স্পেসিফিকেশন ফাঁস!

  প্রযুক্তি ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৯
Samsung Galaxy M30s

দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং ভারতে আগামী ১৮ সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে ‘Samsung Galaxy M30s’। এই ফোনের ফিচারের সাথে Samsung Galaxy M10s ফোনের স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গেছে।

‘Samsung Galaxy M30s’ ফোনে ব্যবহার করা হয়েছে Octacore Exynos 9611 চিপসেট। ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে থাকছে ৪ জিবি র‍্যাম।

ক্যামেরার ব্যাপারে জানা গেছে, ফোনটির পিছনে রয়েছে ৩টি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৫ মেগাপিক্সেল সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াই অ্যাঙ্গেল ক্যামেরা। অপর দিকে সেলসি ক্যামেরার জন্য ব্যবহার করা হচ্ছে ১৪ মেগাপিক্সেল সেন্সর। তিন ক্যামেরার এই ফোনটির দাম পড়বে ১৫,০০০ থেকে ২০,০০০ রুপি।

‘Samsung Galaxy M10s’ ফোনটির ডিসপ্লেও একই অর্থাৎ ৬.৪ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে অবশ্য ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম ও দুইটি ক্যামেরা আছে।

অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই ও ফোনের সেন্সর হিসেবে ফোনের পেছনে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ভারতে এই ফোনটির মূল্য ১০ হাজার রুপির কম নির্ধারণ করা হতে পারে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড