• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মার্টফোনের সাহায্যে বদলানো যাবে টিভির চ্যানেল

  প্রযুক্তি ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৯
স্মার্টফোন
(ছবি : প্রতীকী)

এবার টেলিভিশনের রিমোট হিসেবে আপনার স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন! নিশ্চয় ভাবছেন এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, আপনার স্মার্টফোনেই সেই অপশনটি রয়েছে। নতুন প্রযুক্তি এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে স্মার্টফোনকে অ্যান্ডয়েড টিভি বক্স, স্মার্ট টিভি, ফায়ার টিভি স্টিক হিসেবে ব্যবহার করার। চাইলে স্মার্টফোনকে টিভির রিমোট হিসেবে ব্যবহার করার পদ্ধতিটি জেনে রাখতে পারেন আপনিও।

চলুন জেনে নেয়া যাক, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে-

স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকা জরুরি। স্মার্ট টিভি এবং স্মার্টফোন দুটোতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। স্মার্টফোনটিকে Android 4.4 সম্পন্ন হতে হবে। এছাড়া স্মার্ট টিভিটি যেন apk ফাইলকে সাপোর্ট করে অবশ্যই সে দিকে খেয়াল রাখতে হবে।

প্রাথমিক সেট-আপ

পুরো প্রক্রিয়াটিতে প্রয়োজন পড়বে একটি অ্যাপের, CetusPlay। অ্যাপটিকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে। অনেক সময় ফোনে ইনস্টল করা অ্যাপটি অটোমেটিকলি টিভিতে ইনস্টল হয়ে যায়। অথবা ইউজার আলাদাভাবে পেনড্রাইভ ব্যবহার করে অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন।

স্মার্টফোনকে টেলিভিশনের রিমোট বানাতে ফলো করুন নিচের ধাপগুলো-

১. অ্যাপটি ইনস্টল করার পর এবার স্মার্টফোনে অ্যাপটিকে ওপেন করুন। কিছুক্ষণের মধ্যে টিভির ডিভাইসটি স্মার্টফোন দেখাবে।

২. এরপর স্মার্টফোনে আসা সমস্ত পার্মিসনগুলোকে অ্যাক্সেপ্ট করুন। তারপর কানেক্ট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।

৩. দেখবের বেশ কিছু অপশন আসবে। এরপর সেখান থেকে রিমোট টাইপ অপশনটি বেছে নিন।

৪. অ্যাপটি শুধু টিভি রিমোট হিসেবেই নয়, আরও অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন।

৫. বিল্ট-ইন অ্যাপ সেন্টার-যেখানে ইউজার পেতে পারেন স্মার্ট টিভিতে ব্যবহারের উপযোগী একাধিক অ্যাপের হদিশ।

৬. স্কিন ক্যাপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড