• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাঙ্গেরিতে চালু হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক

  প্রযুক্তি ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২২
ফাইভ জি নেটওয়ার্ক

হাঙ্গেরি এ বছরই উচ্চ গতির ফাইভ জি নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতিসংঘের ইন্টারনেট ও টেলিকম এজেন্সির সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতিসংঘের ইন্টারনেট ও টেলিকম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইউরোপের বেশিরভাগ দেশগুলো ফাইভ জি নেটওয়ার্ক চালুর ব্যাপারে যুক্তরাষ্ট্র নির্দেশিত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিলেও হাঙ্গেরি সেটা করেনি। তারা প্রযুক্তিগত সহায়তার জন্য হুয়াওয়েকে প্রাধান্য দিচ্ছে।

ফাইভি জি নেটওয়ার্ক চালুর ব্যাপারে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হোলিন জাউ এর প্রশ্নের জবাবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এবং পরিকল্পনামতো এগিয়ে গেলে সম্ভবত এ বছরের শেষের ফাইভ জি কমার্শিয়ালভাবে সার্ভিসটি চালু হবে।’

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড