• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেলফিই বলে দেবে আপনার রক্তচাপ কত?

  প্রযুক্তি ডেস্ক

০৮ আগস্ট ২০১৯, ১৬:০১
সেলফি
(ছবি: সংগৃহীত)

অনেক সময় রক্তচাপ বাড়া বা কমার কারণে মানুষের জীবন মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রতিটি মানুষের রক্তচাপ বা ব্লাড প্রেসার চেক করা অতীব জরুরি। তবে এখন থেকে এবার প্রেসার মাপতে ফার্মেসি বা হাসপাতাল বা ডাক্তারের কাছেও যেতে হবে না। ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ব্লাড প্রেসার।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে স্মার্টফোনের মাধ্যমে এই প্রেসার চেক করতে পারবেন। স্মার্টফোনে এই প্রেসার মাপতে হলে নিজের স্মার্টফোন থেকে একটি সেলফি তুলতে হবে। সেখানেই জেনে যাবেন নিজের ব্লাড প্রেসার।

সম্প্রতি বিজ্ঞানীরা এমনই এক প্রযুক্তি তৈরি করেছেন। এই প্রযুক্তিটিকে ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং নাম দেওয়া হয়েছে।

ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি স্মার্টফোনের ফেসিয়াল ছবি বিশ্লেষণ করেই রক্তস্রোতের পরিবর্তন ধরে ফেলবে। আর এ থেকেই রক্তচাপ বলা যাবে।

গবেষক দলের অন্যতম মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রামকৃষ্ণ মুক্কামালা বলেন, ফেসিয়াল ছবির মধ্যেই সিস্টোলিক ব্লাড প্রেসার সংক্রান্ত তথ্য ধরা পড়ে। আর হার্টের অসুখের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। দিন দিন এই কারণে মৃত্যুর হারও বাড়ছে। যে কারণে হাই ব্লাড প্রেসারের রোগীদের নিয়মিত চেক আপ করা জরুরি।

তবে বাণিজ্যিক ভাবে এই প্রযুক্তি হাতে পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড