• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাড়ির ড্যাশবোর্ডে যুক্ত হচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স

  প্রযুক্তি ডেস্ক

২৯ জুলাই ২০১৯, ১৬:০১
টেসলা
(ছবি: সংগৃহীত)

গাড়িতে এবার চালকদের জন্য বিনোদনের ব্যবস্থা করতে নতুন ব্যবস্থা যোগ করছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছেন, এবার গাড়ির ড্যাশবোর্ডের ডিসপ্লেতে তথ্যের পাশাপাশি থাকছে বিনোদনের ব্যবস্থাও। কেননা গাড়ির ড্যাশবোর্ডে এবার যুক্ত হচ্ছে নেটফ্লিক্স ও ইউটিউব।

গাড়ির চালকেরা গাড়িতে ‘ফলআউট শেলটার’-এর মতো বেশ কিছু গেম খেলতে পারবেন, এরই মধ্যে টেসলা এটি দেখিয়েছে। এবার নতুন করে গেমের তালিকায় যুক্ত হচ্ছে দাবা। তবে শুধু গাড়ি পার্কিং অবস্থায় থাকলেই এই গেম, ইউটিউব বা নেটফ্লিক্স খেলা কিংবা দেখা যাবে। আর গাড়ির স্টিয়ারিং হুইল দিয়েই এই গেম নিয়ন্ত্রণ করা যাবে।

ইলন মাস্ক বলেন, আইনপ্রণেতারা অনুমোদন দিলে চালকবিহীন গাড়িতে আরোহীরা গাড়ি চলার সময়েও ভিডিও দেখতে পারবেন।

তবে সুবিধাগুলো কবে নাগাদ চালু হবে, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। আশা করা হচ্ছে, নতুন সুবিধাগুলো যানজটে বসে থেকে বেশ কাজে দেবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড