• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ভারতে ডাটা সেন্টার স্থাপন করছে টিকটক 

  প্রযুক্তি ডেস্ক

২২ জুলাই ২০১৯, ১৪:৪৯
টিকটক
(ছবি: সংগৃহীত)

জনপ্রিয় স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপ টিকটক এবার ভারতে ডাটা সেন্টার স্থাপন তৈরির উদ্যেোগ নিয়েছে।

চীনের বাইটড্যান্স কোম্পানির তৈরি এই অ্যাপ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হয় ভারতে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে এটিই প্রথম কোনো সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের ডাটা সেন্টার স্থাপন করা হবে। কারণ হিসেবে তারা বলছে, ভারত তাদের জন্য অন্যতম শক্তিশালী বাজার। সেখানে তাদের ব্যবহারকারীও সবচেয়ে বেশি। ফলে সেই বাজারকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছে টিকটক।

কিছুদিন আগে মাদ্রাজের আদালত অভিযোগ করে, ভারতে কিশোর-তরুণ, বুড়ো-বুড়ি এমনকি শিশুরাও টিকটক ব্যবহার শুরু করেছে। ফলে অ্যাপটির প্রভাবে দেশটিতে যৌনতাও ছড়িয়ে পড়ছে। এ জন্য তারা টিকটককে নিষিদ্ধ করতে কেন্দ্রকে অনুরোধ করে।

পরে আদালতের পর্যবেক্ষণ, বিশেষজ্ঞের মতামত নিয়ে অ্যাপটি শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। তবে টিকটককে এসব বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

জানা গেছে, টিকটক আগামী ছয় থেকে এক বছরের মধ্যে ভারতে ডাটা সেন্টার স্থাপনের কাজ শুরু করবে। আগামী তিন বছরে প্রতিষ্ঠানটি ডাটা সেন্টার স্থাপন করতে এক বিলিয়ন ডলারের মতো খরচ করবে।

নিজের দেশের প্রযুক্তি ব্যবহারকারীদের তথ্য যাতে বাইরের দেশে চলে না যায় ভারত সরকার সেদিকে খুব বেশি শক্ত অবস্থান নিয়েছে। তাই নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে টিকটক এবার ভারতে ডাটা সেন্টার স্থাপন করছে।

ভারতে এখন টিকটকের ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটির বেশি। ব্যবহারকারীরা ১৭টি ভাষায় এই অ্যাপটি ব্যবহার করেন।

প্রতিষ্ঠানটি মাত্র ৭৫ বিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করলেও এখন এটি বিশ্বে সবচেয়ে দামি স্টার্টআপ হিসেবে পরিচিতি লাভ করেছে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড