• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ডিসপ্লেতেই ফিঙ্গার প্রিন্ট আনছে আইফোন

  প্রযুক্তি ডেস্ক

০৩ জুলাই ২০১৯, ১৬:০০
আইফোন
(ছবি: প্রতীকী)

আইফোনের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় চীনের বাজারে বিক্রির ধস নেমেছে। এজন্য বাজার ধরতে চীনসহ এশিয়া অঞ্চলে অ্যাপল তাই ভিন্ন পন্থা অবলম্বন করছে। মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি তাই সাশ্রয়ী দামে ডিসপ্লের মধ্যে ফিঙ্গার প্রিন্টযুক্ত নতুন আইফোন আনতে নতুন পদক্ষেপ নিয়েছে।

তবে এখনও পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছরই অ্যাপল তিনটি মডেলের ‘আইফোন ১১’ আনবে। এর মধ্যে শুধু চীনের জন্য ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের একটি আইফোন তৈরি করবে তারা।

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনে আইফোনের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও অনেকেই এখন আগ্রহ হারিয়েছে। এজন্য তারা দাম কমাতে ফেস আইডি বাদ দিয়ে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করবে। এছাড়া তারা পাতলা নচ নকশাযুক্ত আইফোনও বাজারে আনার পরিকল্পনা করছে।

এদিকে নিক্কেই এশিয়ান রিভিউকে অ্যাপল কর্তৃপক্ষ বলছে, আইফোন উৎপাদন খরচ কমাতে তারা সাপ্লাই চেইন পুনর্গঠন করছে। সেখানে তারা ১৫ থেকে ৩০ শতাংশ উৎপাদন সক্ষমতা চীনের বাইরে নিয়ে যাচ্ছে।

জানা গেছে, চলতি বছরই তিন ধরনের আইফোন আসবে। যার মধ্যে প্রথমবারের মতো দুটি মডেলের পেছনে তিন ক্যামেরা ফিচার যুক্ত হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড