• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্ধেক খরচে পাঠানো যাবে বাংলা মেসেজ

  প্রযুক্তি ডেস্ক

১৯ জুন ২০১৯, ১০:৪৩
এসএমএস

বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে মোবাইলে বাংলায় এসএমএস (শর্ট মেসেজিং সার্ভিস) অর্থাৎ মেসেজ লেখায় উৎসাহ বাড়াতে খরচ কমিয়েছে সরকার। এখন থেকে ইংরেজি এসএমএস'র অর্ধেক খরচে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে বাংলায় এসএমএস পাঠানো যাবে।

গত ১৩ জুন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, এই নির্দেশনা কার্যকর করা হবে আগামী ২০ জুন থেকে। বাংলায় প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্স ব্যতীত ২৫ পয়সা করে নির্ধারণ করা হয়েছে বলেও নির্দেশনায় জানানো হয়।

নির্দেশনাটি দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (১৮ জুন) রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ, বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএসএম পাঠান ইংরেজির অর্ধেক দামে।’

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড