• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল ম্যাপে সঠিক রাস্তা খুঁজে পেতে করণীয়

  প্রযুক্তি ডেস্ক

১৯ জুন ২০১৯, ০৯:৫৬
গুগল ম্যাপ

নতুন গন্তব্যে যেতে অনেকের কাছেই এখন 'গুগল ম্যাপ' এখন এক পরিচিত নাম। রাস্তায় বের হয়েই গন্তব্য চিনতে গুগল ম্যাপ বেশ সহায়ক বলেই ভাবেন অনেকে। বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করে নেয়ার চেয়ে এর মাধ্যমে রাস্তা বা নির্ধারিত জায়গা খুঁজে পেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই। তবে অনেকাংশে সুবিধা হলেও কিছু সময় এটি নিয়ে অভিযোগ তৈরি হয়েছে। অনেকের মতে, এই অ্যাপের আসলে তেমন কোনো সুবিধা নেই। ঠিকঠাক ভাবে কাজ না করে না বলে কিছু ব্যবহারকারী আনইনস্টলও করে দেন অ্যাপ।

সাধারণত এই সমস্যা হতে পারে ফোনের সাধারণ সেটিংস এর কারণেই। এর আবার কারণ হতে পারে কয়েকটি। যেমন, কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপ।

এই সমস্যার সমাধান করা যায় সহজেই। তবে এর আগে জানতে হবে কীভাবে গুগল লোকেশন ট্র্যাক করে।

ফোনের লোকেশন গুগল বিভিন্নভাবে ট্র্যাক করতে পারে। যেমন,

জিপিএস: প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করা যায় ওয়াই ফাই: ফোন যদি ওয়াই ফাই এর সঙ্গে যুক্ত থাকে তবে সেই ওয়াই ফাই এর লোকেশন থেকে ফোনের ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করা যায় মোবাইল নেটওয়ার্ক: মোবাইল নেটওয়ার্ক এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল

যদি এই সিগন্যালগুলো কম ক্ষমতাসম্পন্ন হয় তবে সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন বুঝতে সমস্যা হয় গুগল ম্যাপের।

এই সমস্যার সমাধানে করণীয়:

পদ্ধতি ১:

ফোনে গুগল ম্যাপ খুলে কম্পাস ক্যালিব্রেট হওয়া পর্যন্ত ফোনটি 8 এর মতো করে ঘোরান।

পদ্ধতি ২:

অ্যানড্রয়েড ফোনের সেটিংস এ গিয়ে লোকেশান অপশন সিলেক্ট করুন। লোকেশান সার্ভিসেস বন্ধ করে দিন। এবার হাই অ্যাকুরেসি অপশন সিলেক্ট করুন।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড