• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ বছরে চন্দ্রাভিযানে নাসার ব্যয় ৩ হাজার কোটি ডলার!

  প্রযুক্তি ডেস্ক

১৫ জুন ২০১৯, ১৯:০৭
নাসা
ছবি : সংগৃহীত

নাসা কর্তৃক পরিচালিত চন্দ্র অভিযানে ৫ বছরে ২ হাজার থেকে ৩ হাজার কোটি ডলার খরচ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নাসার এডমিনিস্ট্রেটর জিম ব্রাইডেনস্টাইন বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ৫ বছরে ওই পরিমাণ অর্থ ব্যয় হলে নাসার প্রতিবছর গড় ব্যয় হবে ৪০০ থেকে ৬০০ কোটি ডলার।

জানা গেছে, নাসার এই মিশনে দুইজন মহাকাশচারী অংশগ্রহণ করবেন। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী থাকবেন। তারা দুইজনই চাঁদের মাটিতে হাঁটবেন। ২০২৪ সালের মধ্যে নাসাকে এই প্রোগ্রাম শেষ করতে হবে।

নাসা চাঁদে অভিযানের এই মিশনটির নাম দিয়েছে আর্টেমিস। এই আর্টেমিস প্রোগ্রামের উদ্দেশ্য হলো- মহাকাশচারীদের চন্দ্রপৃষ্ঠে বার বার ফিরে আসাকে ‘টেকসই’ করা। সেই সাথে চাঁদে মানুষ বসবাস করতে পারবে কি না তা নিয়েও গবেষণা করা। যা নাসার দীর্ঘ দিনের মিশন মঙ্গলে মানুষের বসবাস নিশ্চিত করার প্রস্তুতিতে বিজ্ঞানীদের সাহায্য করবে।

তবে গত ১৫ বছরে নাসা মহাকাশ গবেষণায় কোটি কোটি ডলার ব্যয় করলেও ১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে কাউকে পাঠাতে পারেনি বলে সমালোচকরা বলছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড