• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুয়াওয়ের লক স্ক্রিনে দেখা যাচ্ছে বিজ্ঞাপন!

  প্রযুক্তি ডেস্ক

১৫ জুন ২০১৯, ০৯:৫৮
হুয়াওয়ে

হুয়াওয়ে স্মার্টফোনের লক স্ক্রিনে দেখা যাচ্ছে বিজ্ঞাপন। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, ইন্টারনেট সংযোগ চালু থাকলেই তাদের লক স্ক্রিনে একটি ট্রাভেল ওয়েবসাইট বুকিং ডটকমের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।

এ বিষয়ে অ্যান্ড্রয়েড পুলিশের করা একটি প্রতিবেদনে জানানো হয়, আগে থেকেই ফোনে থাকা পোর্ট্রেট ওয়ালপেপারগুলোতে এই বিজ্ঞাপন দেখানো হচ্ছে। কয়েকটি দেশের হুয়াওয়ে স্মার্ট ফোন ব্যবহারকারীরাই এই বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন।

হুয়াওয়ে

বিষয়টি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ পেয়েছে ব্যবহারকারীদের মাঝে। অনেকেই এটির স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

তবে হুয়াওয়ের দাবী, এমন পরিস্থিতিতে পড়ার কারণ হিসেবে কোনো থার্ড পার্টিই দায়ী। গত বছর স্যামসাং এর সাথে ঘটে যাওয়া একটি বিষয়কে তারা ঘটনার উদাহরণ হিসেবে দেখিয়েছে।

ব্যবহারকারীদের প্রতি হুয়াওয়ে অনুরোধ জানিয়েছে আপাতত ম্যাগাজিন ওয়ালপেপার ব্যবহার না করতে। বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান করবে বলেও জানানো হয়।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড